করোনা পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ বেইজিংয়ের বাসিন্দারা
করোনা পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ বেইজিংয়ের বাসিন্দারা

বেইজিংয়ে আবার সব বাসিন্দার করোনা পরীক্ষা শুরু

করোনাভাইরাস শনাক্তের সংখ্যা হঠাৎ বাড়তে শুরু করায় চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দাদের আবার করোনা পরীক্ষা শুরু হয়েছে। খবর বিবিসির।
গত সপ্তাহ শেষে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। বেইজিংয়ে সর্বশেষ করোনা প্রকোপে এ এলাকায় শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত খাদ্য সরবরাহের সরকারি আশ্বাস সত্ত্বেও বেইজিংয়ের সুপারমার্কেট আর দোকানগুলোর বাইরে দীর্ঘ সারি দেখা গেছে।
এদিকে করোনা শনাক্ত বাড়ায় আড়াই কোটি বাসিন্দার শহর সাংহাইয়ের মতো কয়েক সপ্তাহ লকডাউন বিধিনিষেধের শঙ্কায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

নগরের রোগ প্রতিরোধ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫ লাখ বাসিন্দার বেইজিংয়ের সবচেয়ে বড় এলাকা চাওইয়াংয়ে তিন ধাপে করোনা পরীক্ষা হবে।

এ খবর শুনে বাসিন্দারা নিত্যপণ্য মজুতে তাড়াহুড়ো শুরু করেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সুপারমার্কেটের তাকগুলো খালি পড়ে থাকতে দেখা যায়।

লকডাউন বিধিনিষেধের ভয়ে শহরের বাসিন্দারা সুপারমার্কেট খালি করে ফেলেছেন

হঠাৎ এভাবে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বেইজিংয়ের সুপারমার্কেটগুলো খোলা রাখার সময় বাড়ানোর ঘোষণা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টা করছে।

তাড়াহুড়ো করে দীর্ঘ সারিতে অপেক্ষার পর কিছু শাকসবজি কিনতে পেরেছেন একজন। সাংহাইয়ের ওই উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘এত সকাল সকাল আমি বাজারে যাব, এটা কখনো কল্পনা করিনি। যখন সেখানে গেলাম দেখি, সব ডিম ও চিংড়ি উধাও। এ ছাড়া সব ধরনের মাংস যে যার মতো কিনে নিয়ে গেছে।’

সাংহাইয়ে আরেক উইবো ব্যবহারকারী লিখেছেন, ‘বেইজিংয়ের মানুষকে এভাবে খাবার কেনার জন্য তাড়াহুড়ো করতে দেখা একইসঙ্গে হাস্যকর ও ক্লান্তিকর।’

চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল টাইমস বলছে, মাংস, সবজি, ডিমের মতো নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে বেইজিংয়ে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।