চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে বিস্ফোরণের পর একটি ভবনধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভবনটিতে একটি ক্যানটিন ছিল। গ্যাসলাইনের লিকেজ থেকে শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
আজ শনিবার সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ওই ভবন ধসে পড়ে। ঘটনাস্থল থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬ জন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনধসে অন্য যাঁরা আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলুং জেলার চংকিং শহরে ঘটনাস্থলে জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের ছয় শতাধিক সদস্যের একটি দল পাঠানোর কথা জানিয়েছে সিসিটিভি।