চীনের চংকিনে একটি কয়লাখনিতে ভূগর্ভস্থ গ্যাস বের হয়ে ১৮ জন নিহত নিহত হয়েছে। দেশটির দক্ষিণ–পশ্চিম অঞ্চলের কয়লাখনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বের হয়ে ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে এখনো ওই খনিতে পাঁচজন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে কাজ চলছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, বেইজিং থেকে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের চংকিন শহরের ডিয়াওশুইডং খনিতে দুর্ঘটনায় ২৪ শ্রমিক আটকে পড়েন। শুক্রবার সেখানে দুর্ঘটনার পর গ্যাস বের হতে শুরু করে। আজ শনিবার নাগাদ ওই খনি থেকে একজনকে জীবিত উদ্ধার করা গেছে, আর ১৮ জনের মৃতদেহ বের করা আনা হয়েছে।
শ্রমিকেরা যখন ভুগর্ভস্থ খনির যন্ত্রপাতি খুলছিলেন, তখন দুর্ঘটনা ঘটে। গত দুই মাস ওই খনি বন্ধ ছিল। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওই খনিটিতে এর আগে ২০১৩ সালের এক দুর্ঘটনায় তিনজন মারা যান। ২০১৮ সালে চংকিনের আরেক খনিতে দুর্ঘটনায় সাতজন মারা যান। চীনে খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ শিল্পটিতে সুরক্ষার ব্যবস্থা খুব কম এবং এর নিয়মকানুন দুর্বলভাবে প্রয়োগ করা হয়।