চীনের জাতীয় শিক্ষা কারিকুলামে ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাবনা’ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, তরুণদের মধ্যে কার্ল মার্ক্সের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
চীনের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘নতুন যুগে চীনা ধারার সমাজতন্ত্র নিয়ে প্রেসিডেন্ট সির ভাবনা’ প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যভুক্ত করা হবে। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির অবস্থান শক্তিশালী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য যেসব শিক্ষা উপকরণ থাকবে, সেগুলো অবশ্যই দেশপ্রেম বোধ থেকে চর্চা করতে হবে।
২০১২ সালে চীন ক্ষমতা আসেন সি চিন পিং। এরপর ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্কৃতি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের সব ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছেন। আর শিক্ষা কারিকুলামে ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাবনা’ যুক্ত করার বিষয়টি নতুন নয়। এটি ২০১৮ সালে চীনের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার যে বিধান ছিল, তা তুলে দিয়েছেন সি চিন পিং। এর মধ্য দিয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন তিনি।
এ ছাড়া গত জুলাইয়ে চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তিতে দলীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন সি চিন পিং। এ ছাড়া চীনের জনগণের মধ্যকার ঐক্য শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি।