চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে সোমবার ক্রেমলিনে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে সোমবার ক্রেমলিনে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

স্বাগত, প্রিয় বন্ধু: সিকে পুতিন

দুই দিনের রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ক্রেমলিনে আজ সোমবার এ সাক্ষাতের শুরুতে সিকে সম্বোধন করে পুতিন বলেন, ‘স্বাগত, প্রিয় বন্ধু।’

সফরের শুরুর দিনে আজ শুধু পুতিন ও সিয়ের বৈঠক হয়েছে। আগামীকাল মঙ্গলবার দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন। সাক্ষাতে করমর্দনের পর পুতিন সিকে উদ্দেশ করে বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, প্রিয় বন্ধু, আপনাকে রাশিয়ায় স্বাগত। মস্কোয় স্বাগত।’ এরপর তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের শান্তি প্রস্তাব পড়ে দেখেছেন তিনি।

সাক্ষাতে পুতিনকে সি বলেন, ‘আপনার শক্তিশালী নেতৃত্বের জন্য ধন্যবাদ। বিগত বছরগুলোতে রাশিয়ার সমৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়ার মানুষ আপনার ভালো উদ্যোগগুলোকে জোর সমর্থন দেবে—এটা আমি নিশ্চিত।’ ২০২৪ সালের নির্বাচনে রাশিয়ার জনগণ আবার পুতিনকে নির্বাচিত করবে বলে নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন সি চিন পিং।

ক্রেমলিনে সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর এটি সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে তৎপরতা বাড়িয়েছে বেইজিং।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে নিরপেক্ষ অবস্থানে রয়েছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সমরাস্ত্র দিতে যাচ্ছে চীন। এ নিয়ে আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, যুক্তরাষ্ট্রই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র দিচ্ছে, চীন নয়।