ইতিহাসের এই দিনে

১৮৯ দিনে বিশ্বভ্রমণ করে অনন্য রেকর্ড এক নারীর

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৫ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

অস্ট্রেলিয়ার নাবিক কে কোটি। বিশ্বভ্রমণ করে অনন্য রেকর্ড গড়েন তিনি
ছবি: ইউটিউব ভিডিও থেকে

অস্ট্রেলিয়ার নাবিক কে কোটি। অনন্য একটি রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। তিনি বিশ্বের প্রথম নারী, যিনি বিশ্ব পরিভ্রমণ করেছেন। এই যাত্রায় তাঁর বাহন ছিল নিজের প্রিয় ইয়ট ‘ব্ল্যাকমোর্স’। ১৮৯ দিন টানা যাত্রা করে তিনি বিশ্ব পরিভ্রমণ করেন। ১৯৮৮ সালের এ দিনে অভিযান শেষে সিডনিতে ফিরে আসেন এই নারী। ১৯৫৪ সালের ২৫ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। কে কোটি প্রেরণাদায়ী বক্তা হিসেবেও পরিচিত।

‘আঙ্কেল টমস কেবিন’ প্রকাশ

মার্কিন লেখক হ্যারিয়েট বেচার স্টো। তাঁর কালজয়ী উপন্যাস ‘আঙ্কেল টমস কেবিন’। উনিশ শতকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই এটি। আলোচিত–সমালোচিত দাসপ্রথার প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই বই। যদিও বই হিসেবে প্রকাশিত হওয়ার আগে ১৮৫১ সালের ৫ জুন যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন ন্যাশনাল এরা’ পত্রিকায় আঙ্কেল টমস কেবিন প্রথম প্রকাশ করা হয়। দাসপ্রথাবিরোধী আন্দোলনে ‘আঙ্কেল টমস কেবিন’–এর গুরুত্ব অপরিসীম।

ইউরোপে দীর্ঘযাত্রার ট্রেন চালু

অরিয়েন্ট এক্সপ্রেস—ইউরোপে দীর্ঘযাত্রার ট্রেন। শুরুতে ফ্রান্সের প্যারিস থেকে অস্ট্রিয়ার ভিয়েনা অবধি যাত্রীবাহী এই ট্রেন চলাচল করে। ১৮৮৩ সালের এ দিনে ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল। তখন এর নাম ছিল এক্সপ্রেস ডি’অরিয়েন্ট। পরে ট্রেনটির নাম বদলে ফেলা হয়।

পরিবেশ সুরক্ষায় প্রথম সম্মেলন

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় এখন প্রায় প্রতিবছরই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এই ইস্যুতে প্রথম বৈশ্বিক সম্মেলন হয়েছিল সুইডেনের স্টকহোমে, ১৯৭২ সালের ৫ জুলাই। জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়েছিল।