বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে। স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ জুলাই। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
১৯৪৫ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে নতুন ইতিহাস রচিত হয়। ওই দিন সেখানে প্রথমবার পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়। এই সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। বিশ্বে এটাই ভয়ংকর প্রাণঘাতী পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষামূলক ব্যবহারের ঘটনা। এই পরীক্ষা কার্যক্রমের কোড নাম ছিল ‘ট্রিনিটি’। এর মধ্য দিয়ে বিশ্ব পারমাণবিক অস্ত্রের নতুন এক যুগে প্রবেশ করে। এই পরীক্ষার মাসখানেক পর জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে যুক্তরাষ্ট্র। নতুন ধরনের ভয়াবহতা প্রত্যক্ষ করে বিশ্ববাসী।
সুইস টেনিস তারকা রজার ফেদেরার। টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় তাঁকে। ২০১৭ সালের এই দিনে উইম্বলডনের ফাইনালে ক্রোয়েশিয়ান খেলোয়াড় মারিন কিলিককে সরাসরি তিন সেটে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে রীতিমতো রেকর্ড গড়ে নিজের অষ্টম উইম্বলডন শিরোপা জিতে নেন ফেদেরার।
মহানবী হজরত মুহম্মদ (স)-এর মদিনায় হিজরতের মধ্য দিয়ে নতুন হিজরি সনের প্রবর্তন হয়। তাই ৬২২ সালের এই দিনে চালু হয় নতুন আরবি বা হিজরি বর্ষপঞ্জি।
গাড়ি কিংবা মোটরসাইকেল কোথাও পার্কিং করে রাখবেন, সে জন্য অনেক জায়গায় ফি বা অর্থ দিতে হয়। এ নিয়ম প্রথম চালু হয় ১৯৩৫ সালে। ওই বছরের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে এ জন্য প্রথমবারের মতো একটি যন্ত্র বসানো হয়। যন্ত্রটির নাম ‘পার্ক-ও-মিটার নং ১’, যা পার্কিং মিটার নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের উদ্ভাবক কার্ল সি ম্যাগি এ যন্ত্র উদ্ভাবন করেন। ১৯৪০-এর দশকে দেশটিতে ১ লাখ ৪০ হাজারের বেশি পার্কিং মিটার বসানো হয়।