অস্ট্রেলিয়ায় নিজের বাগ্দান উদ্যাপনের অনুষ্ঠানে পড়ে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি।
মারা যাওয়া ব্যক্তির নাম লিয়াম ট্রিমার (২৯)। পুলিশ হতে তিনি যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
গত রোববার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় (ডব্লিউএ) লিয়ামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর ঘাড়ের একটি ক্যারোটিড আর্টারি (স্কন্ধদেশের ধমনি) ছিঁড়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর লিয়ামের প্রিয়জনেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জরুরি চিকিৎসার জন্য প্রশিক্ষিত ব্যক্তি (প্যারামেডিক) ঘটনাস্থলে আসার কিছুক্ষণ আগে তাঁর মৃত্যু হয়।
সহকর্মীরা বলেন, জ্যেষ্ঠ কনস্টেবল লিয়াম একজন অসাধারণ কর্মকর্তা ছিলেন। তিনি তাঁর কমিউনিটিকে সাহায্য করতে ভালোবাসতেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ডব্লিউএর পুলিশের জন্য এটা সত্যিই কঠিন একটি সময়। লিয়াম কাজে পারদর্শী একজন যুবক ছিলেন। তাঁর সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ছিল।
ব্লাঞ্চ আরও বলেন, লিয়ামকে বাঁচানোর জন্য সব চেষ্টাই করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তাঁকে যাঁরা বাঁচানোর চেষ্টা করছিলেন, তাঁরা সবাই গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁরা যাতে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।
লিয়ামের পড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে তারা বলেছে, ঘটনার তদন্ত হবে।
পুলিশ বাহিনীতে যোগ দিতে ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন লিয়াম। ২০১৭ সালে তিনি পুলিশ প্রশিক্ষণ শেষ করেন। পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে গিয়ে পুলিশে কাজ শুরু করেন। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের পুলিশ ইউনিয়ন।