বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৪ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৮১২ সাল। ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে বিশাল বাহিনী রাশিয়া আক্রমণ করে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাশিয়ার ভয়াবহ শীত। নেপোলিয়নের ছয় মাসের প্রচেষ্টা ব্যর্থ হয়। শীতে টিকতে না পেরে রাশিয়া ছাড়তে বাধ্য হন ফরাসি সেনারা। ওই বছরের ১৪ ডিসেম্বর ফরাসি সেনাদের সবশেষ দলটি রাশিয়া ছেড়ে যায়।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার রোবোটিক যান মেরিনার-২। শুক্র গ্রহে অভিযান চালাতে এটি বানানো হয়। ১৯৬২ সালের এ দিনে শুক্র অভিযানে নামে প্রথম এই রোবোটিক যান।
হলিউডের সাড়াজাগানো চলচ্চিত্র ‘স্যাটারডে নাইট ফিভার’। ১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এই চলচ্চিত্রের নাচ তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠেন তরুণ অভিনেতা জন ট্রাভোল্টা।
১৯১১ সালের ১৪ ডিসেম্বর। দক্ষিণ মেরুতে পৌঁছান নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড অ্যামান্ডসেন ও তাঁর দলের সদস্যরা। সেখানে নিজ দেশের পতাকা ওড়ান তাঁরা। এর ৩৩ দিন পর দক্ষিণ মেরু জয় করেন ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট।