ইতিহাসের এই দিনে

একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন এক নারী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২১ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

অ্যামেলিয়া ইয়ারহার্ট। একাই উড়োজাহাজ উড়িয়ে আটলান্টিক পাড়ি দেন
ফাইল ছবি: রয়টার্স

একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন এক নারী

যুক্তরাষ্ট্রের বৈমানিক অ্যামেলিয়া ইয়ারহার্ট অনন্য এক কীর্তি গড়েছেন। ১৯৩২ সালের এই দিনে তিনি প্রথম নারী হিসেবে একাকী একটি উড়োজাহাজ উড়িয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। একা ফ্লাইট চালিয়ে আটলান্টিক পাড়ি দেওয়া বিশ্বের দ্বিতীয় ব্যক্তি অ্যামেলিয়া। কানাডার নিউফাউন্ডল্যান্ড থেকে উড়াল দিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডে গিয়ে শেষ করেন তাঁর এই যাত্রা।

পর্বতে ট্রেনযাত্রা

ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম পর্বতে ট্রেন বা মাউন্টেন রেল চালু হয় সুইজারল্যান্ডে। সুইস প্রকৌশলী নিকলাউস রিগেনব্যাচ এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা। তিনি চেয়েছিলেন, আলপাইন পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য সাধারণ মানুষ দেখুক। এ ভাবনা থেকে পর্বতে ট্রেন চলাচলের কাজ এগিয়ে নেন তিনি।

ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ ফিফা

ফিফার যাত্রা শুরু

ফুটবলের বৈশ্বিক মঞ্চ ফিফা। বিশ্বমঞ্চে খেলাটির সর্বোচ্চ কর্তৃপক্ষও এই সংগঠন। চার বছর পরপর ফিফার উদ্যোগে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়। ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে ফিফার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইউরোপের সাতটি দেশ ছিল ফিফার প্রাথমিক সদস্য।

সৌরচালিত মহাকাশযান উৎক্ষেপণ

২০১০ সালের এই দিনে জাপানের মহাকাশ সংস্থা ইকারোস নামে একটি মহাকাশযান উৎক্ষেপণ করে। এটি চালাতে প্রয়োজন হয় সৌরশক্তি। বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত মহাকাশযান এটি।

মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ান

বাজারে আসে এক্সবক্স ওয়ান

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ান। এটি দিয়ে একদিকে যেমন গেম খেলা যায়, তেমনি অন্যদিকে টিভি শো ও সিনেমাও দেখা যায়। ২০১৩ সালের এই দিনে এক্সবক্স ওয়ান বাজারে আনে মাইক্রোসফট। এর পরের সাত বছরে ৪ কোটি ৮০ লাখ ইউনিট এক্সবক্স ওয়ান বিক্রি হয়।