কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি সিউলের

দক্ষিণ কোরিয়ার দাবি, কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চলে সাগর এলাকায় কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
ছবি: এএফপি

কোরীয় উপদ্বীপের পশ্চিমাঞ্চলে সাগর এলাকায় কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করেছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলার মধ্যে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পাল্লা দিয়ে তাদের সামরিক শক্তি প্রদর্শন করে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, শনিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে উত্তর কোরিয়া কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে গত বুধবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র সাবমেরিন (এসএসবিএন) দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর ওই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল পিয়ংইয়ং।

পিয়ংইয়ং গত বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র যদি বিমানবাহী জাহাজ, বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন করে, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো পরিস্থিতি তৈরি হবে।

এদিকে দক্ষিণ কোরিয়া হুমকি দিয়েছে, উত্তর কোরিয়া যদি কোনো ধরনের পারমাণবিক হামলা চালায়, তবে তাতে কিম জং–উনের নেতৃত্বাধীন সরকারের সমাপ্তি ঘটবে। শুক্রবার বার্তা সংস্থা ইয়নহাপ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।