ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিখোঁজ ৯ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্ন্যুৎপাতে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২–এ।
গত রোববার মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ ঘটনায় ১০ জন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। তাঁদের খুঁজতে বের হয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়েছিল।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জনের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১ জন নিখোঁজ। অগ্ন্যুৎপাতে আহত ১২ পর্বতারোহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মারাপির পর্যবেক্ষক আহমেদ রিফানদি বলেছেন, গতকাল মঙ্গলবারও সেখানে পাঁচটি অগ্ন্যুৎপাত হয়েছে। তিনি আরও বলেন, ‘মারাপি এখনো খুব সক্রিয় আগ্নেয়গিরি। মেঘের কারণে আমরা অগ্ন্যুৎপাতের উচ্চতা দেখতে পারিনি।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এর মধ্যে মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে গতকাল অগ্নুৎপাত শুরু হয়। এ কারণে আশপাশের গ্রামগুলো ছাইয়ে ছেয়ে যায়।
অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় ৭৫ জন পর্বতারোহী ছিলেন। তাঁদের অধিকাংশকেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।