তাঁর আমলে গত ২৫ বছরে রাশিয়া যা করেছে, তা নিয়ে দেশটির নাগরিকদের গর্বিত হওয়া উচিত বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন বছরের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন তিনি।
ঠিক ২৫ বছর আগে, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর বরিস ইয়েলৎসিনের হঠাৎ পদত্যাগের পর রাশিয়ার প্রেসিডেন্ট হন পুতিন। নতুন বছরের ভাষণে পুতিন প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে স্পষ্ট করে কোনো কথা বলেননি। বরং আসছে বছরের নানা ইচ্ছা ও পরিকল্পনা তাঁর ভাষণে গুরুত্ব পেয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।
টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘প্রিয় বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের মধ্যে ২০২৫ সাল শুরু হয়ে যাবে। ২১ শতকের প্রথম এক–চতুর্থাংশ শেষ হচ্ছে। হ্যাঁ, এখনো আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা এরই মধ্যে যা করে ফেলেছি, সেটি নিয়ে আমরা গর্বিত হতেই পারি।’
তিনি রাশিয়ার সেনাসদস্যদের প্রশংসাও করেছেন। তিনি বলেন, ‘নতুন বছর আগমনের দ্বারপ্রান্তে, আমাদের যোদ্ধারা ও কমান্ডাররা তাঁদের স্বজন ও বন্ধুদের, রাশিয়ার লাখ লাখ মানুষের শুভাশীষ ও ভাবনায় আছেন। এখন, একটি নতুন বছর শুরুর ঠিক আগমুহূর্তে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা নিশ্চিত যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে।’
রাশিয়ার ১১টি টাইম জোনে নতুন বছর শুরুর ঠিক আগে দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের এই ভাষণ সম্প্রচার করা হয়েছে।