উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

কিম-শোইগু বৈঠক

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে গেলে তাঁর সঙ্গে বৈঠকের পর কিম এ কথা বলেন।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রির জন্য নগদ অর্থসংকটে পড়া উত্তর কোরিয়াকে অভিযুক্ত করছে পশ্চিমা দেশগুলো।

উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে পিয়ংইয়ং সফর করেছেন। ওই সময় তিনি কিমের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন।

গত মে মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব করা হয়।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, সফর শেষে কিম ও শোইগু আলিঙ্গন করছেন। উত্তর কোরিয়ার নেতা এ সময় পুতিনের সুস্বাস্থ্য ও কাজে সফলতা কামনা করেন। দুই নেতা তাঁদের বৈঠক গঠনমূলক হয়েছে বলে দাবি করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে গভীর করা এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

কিম বলেন, গত জুন মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া সরকার রাশিয়ার সঙ্গে সাহায্য ও সহযোগিতা আরও বাড়াবে।

কোরীয় উপদ্বীপের পূর্ব জলসীমায় একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুই দিন পর তাদের সর্বশেষ বৈঠক হয়। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া এসব পরীক্ষা চালাচ্ছে সম্ভবত ক্ষেপণাস্ত্র রাশিয়ায় রপ্তানির জন্য।

এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম প্রথমবারের মতো তাঁদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি স্থাপনা দেখান।