যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চায় ফিলিপাইন

ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডোয়ার্ডো আনো
ছবি : রয়টার্স

চীনের আপত্তির মুখেও ভবিষ্যতে মধ্যপাল্লার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র সংগ্রহে রাখতে চায় ফিলিপাইন। এ ছাড়া সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া টাইফোন সিস্টেমও ব্যবহার করতে চায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক মহড়ার জন্য ফিলিপাইনে স্থাপন করা টাইফোন ক্ষেপণাস্ত্র লাঞ্চার ফেরত দেওয়ার পরিকল্পনা নেই দেশটির। আজ শুক্রবার দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এ কথা বলেন।

ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডোয়ার্ডো আনো বলেন, যুক্তরাষ্ট্রের স্থাপন করা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত দেওয়ার কোনো সময়সীমা ঠিক করা হয়নি।

চীনের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরানোর দাবি জানানো হচ্ছে। চীনের ভাষ্য, এতে ভূরাজনৈতিক উদ্বেগ বাড়ার ঝুঁকি তৈরি হবে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক সংঘাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের সম্ভাব্যতা পরীক্ষা করছিল এবং এটি ফিরিয়ে নেওয়ার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা চুক্তি রয়েছে। গত এপ্রিল মাসে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে উত্তর ফিলিপাইনে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছিল।