উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন সম্প্রতি তাঁর দেশের সবচেয়ে নতুন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করার সময় তাঁর সঙ্গে একটি গ্যাজেট দেখা গেছে।
এটি একটি ফোল্ডেবল স্মার্টফোন বলে ধারণা করা হচ্ছে। ওই সময়ের একটি ছবি প্রকাশ হওয়ার পর উন ওই ফোন কোথা থেকে পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি-রপ্তানিতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুং-এ প্রকাশিত ছবিতে দেখা গেছে, উনের পাশে টেবিলে রাখা কালো রঙের খাপের ভেতর রুপালি রঙের একটি ফোন। দেখে মনে হচ্ছে, এটি ভাঁজ করা ফোন। এটি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফ্লিপ কিংবা চীনের হুয়াওয়ে পকেট এস ফোনের মতো মনে হচ্ছে।
বুধবার উত্তর কোরিয়া হোয়াসং-১৮ আন্ত–উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুষ্ঠানে কিম কথা বলার সময় ছবিটি তোলা হয়।
দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র জুনগাং ইলবোর এক প্রতিবেদনে বলা হয়, ‘ছবিতে দেখা যাওয়া জিনিসটি যদি ভাঁজ করা ফোন হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত এটি গোপনে চীন হয়ে উত্তর কোরিয়ায় চালান করা হয়েছে।’
কিম জং–উনকে এর আগে আইপড, ম্যাকবুকের মতো অ্যাপল পণ্য হাতেও ছবিতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১৯ শতাংশ মুঠোফোন ব্যবহার করে।