ভাঙা নৌকায় করে ইন্দোনেশিয়া উপকূলে ৫৭ রোহিঙ্গা

সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়া পৌঁছানো ৫৭ রোহিঙ্গা। বান্দা আচেহ, ইন্দোনেশিয়া। ২৫ ডিসেম্বর
ছবি: এএফপি

প্রায় এক মাস ধরে সমুদ্রে থাকার পর ভাঙা একটি নৌকায় করে ৫৭ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে পৌঁছেছেন। আজ রোববার তাঁরা দেশটির বান্দা আচেহ প্রদেশের উপকূলে পৌঁছান। সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়া পৌঁছানো এসব রোহিঙ্গার সবাই পুরুষ। ইন্দোনেশিয়ার পুলিশ রোববার এই খবর জানায়।    

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনডারি জানান, কাঠের তৈরি একটি নৌকা ৫৭ জনকে নিয়ে রোববার সকাল আটটার দিকে উপকূলে পৌঁছায়। তিনি বলেন, ‘নৌকাটি ভাঙা ছিল। ইঞ্জিনও নষ্ট। নৌকাটি ভাসতে ভাসতে আচেহ বেশার জেলার লাদং গ্রামে পৌঁছায়। এক মাস সমুদ্রে ছিলেন বলে জানিয়েছেন ওই নৌকার আরোহীরা।’

কাঠের তৈরি একটি নৌকা ৫৭ রোহিঙ্গাকে নিয়ে রোববার সকাল আটটার দিকে উপকূলে পৌঁছায়

উইনডারি আরও বলেন, নৌকাটি উপকূলে এসে ভিড়লে প্রথমে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তাঁরা অর্ধশতাধিক আরোহী নিয়ে একটি নৌকার তীরে নোঙর করে থাকার কথা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নৌকার আরোহীদের মধ্যে চারজন অসুস্থ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় অভিবাসন কার্যালয়ের প্রধান তেলমাইজুল সিতারি বলেন, স্থানীয় সরকারি কোনো ভবনে উদ্ধার হওয়া এসব শরণার্থীদের কিছুদিনের জন্য রাখা হবে। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইউএনএইচসিআরের সঙ্গে সমন্বয় করে তাঁদের বিষয়ে ভালোভাবে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত দুই মাসে তিনটি নৌকা আড়াই শতাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার উপকূলে গিয়ে পৌঁছাল। এর আগে গত ১৫ ও ১৬ নভেম্বর ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা দেশটির উপকূলে পৌঁছায়।