কাতারের রাজধানী দোহায় জাতিসংঘ আয়োজিত তৃতীয় দফার সংলাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।
গতকাল রোববার তালেবান সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। এর আগেরবার সংলাপের আহ্বান তালেবান প্রত্যাখ্যান করেছিল।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, দোহা সম্মেলনে ইসলামি আমিরাতের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
আফগানবিষয়ক বিশেষ বিদেশি দূতদের এই সংলাপের প্রথম দফায় তালেবানকে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয় দফায় আমন্ত্রণ জানানো হলেও তালেবান তা প্রত্যাখ্যান করে। ফলে তৃতীয় দফায় সংলাপে তালেবানের অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল।
দোহায় ৩০ জুন ও ১ জুলাই এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ সংলাপের আলোচ্যসূচি আফগানিস্তানের জন্য উপকারী মনে হওয়ায় এতে আফগান প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান জাবিহউল্লাহ।
সংলাপে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বিনিয়োগকারীদের জন্য পরিবেশ তৈরির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।