মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত ইনসিন কারাগার
মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত ইনসিন কারাগার

সাধারণ ক্ষমায় প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দীকে সাধারণ ক্ষমার অধীন মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

২০২১ সাল থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

জান্তা সরকার বলেছে, চলতি বছর তারা জাতীয় নির্বাচন দেবে। তবে বিরোধী দলগুলো এ পরিকল্পনাকে ভুয়া উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

জান্তা সরকারের হাতে বন্দী হয়ে যাঁরা এখনো কারাবাস করছেন, তাঁদের মধ্যে আছেন মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চি। ৭৯ বছর বয়সী সু চি উসকানি, নির্বাচনে কারচুপি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্সের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে একটি প্রতিশ্রুতিশীল আন্তর্জাতিক বাজার হিসেবে দেখা হতো।