বিচিত্র

জন্মদিনে গ্রেপ্তার হয়ে ইচ্ছাপূরণ

গ্রেপ্তার হওয়ার পর পুলিশ সদস্যদের সঙ্গে শতবর্ষী জেন বিকটন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান নারী জেন বিকটনের বয়স ১০০ ছুঁয়েছে। শততম জন্মদিনে এই নারীর মজার একটি ইচ্ছা পূরণ করেছে দেশটির পুলিশ। জেন গ্রেপ্তার হতে চাইতেন। এটাই ছিল তাঁর অনেক দিনের ইচ্ছা। কিন্তু অপরাধ না করলে একজন বয়োবৃদ্ধ নারীকে পুলিশ গ্রেপ্তার করবে কেন? তাই জেনের ইচ্ছা কোনোভাবেই পূরণ হচ্ছিল না।

অবশেষে ১০০তম জন্মদিনে তাঁর ইচ্ছাপূরণ হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে জেনকে। তবে তিনি কোনো অপরাধ করেননি, বরং বৃদ্ধ এই নারীর ইচ্ছাপূরণের জন্যই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, জেন বিকটনের বাড়ি অস্ট্রেলিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে। সম্প্রতি তাঁর ১০০তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টি থেকেই জেনকে কিছু সময়ের জন্য গ্রেপ্তার করে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ। পরে জেনকে গ্রেপ্তারের সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, গোলাপি রঙের পোশাক পরিহিত জেন একটি হুইলচেয়ারে বসে আছেন। তাঁর হাতে একটি খেলনা হাতকড়া পরানো রয়েছে। পাশে রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। শততম জন্মদিনে গ্রেপ্তার হতে পেরে মৃদু হাসছেন জেন। ছবিতে পুলিশ সদস্যদেরও হাসতে দেখা যায়। হাসিমুখের এই ছবি ফেসবুকে আপলোড করে ভিক্টারিয়া পুলিশ মজা করে ক্যাপশনে লিখেছে, ‘এমন আসামিকে গ্রেপ্তার করায় আমরাও খুশি।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জেন তাঁর দীর্ঘ জীবনে সেনাবাহিনীর হাসপাতালে নার্সের কাজ করেছেন। এ জন্য তাঁকে চরম শৃঙ্খলা মেনে চলতে হতো। আইন ভাঙার মতো কোনো কাজ তিনি কখনোই করেননি। ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলার মতো ঘটনাও তাঁর ঘটেনি। এ জন্য কখনোই আইনি ঝামেলায় জড়ানো কিংবা গ্রেপ্তার হতে হয়নি জেনকে। তাই বৃদ্ধ বয়সে এসেও তাঁর গ্রেপ্তার হওয়ার ইচ্ছা রয়ে যায়।

জেনের এমন বিচিত্র ইচ্ছার কথা জানতে পেরে এগিয়ে আসে ভিক্টোরিয়া পুলিশ। মজা করার জন্য গ্রেপ্তার করা হয় জেনকে। এ জন্য পুলিশের পক্ষ থেকে বেছে নেওয়া হয় জেনের শততম জন্মদিনকে। এটা যেন জেনের জন্মদিনের উপহার। তাই তো শতবর্ষী এই নারীর ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছাপূরণের মতো জন্মদিনের উপহার আর কিছুই হতে পারে না।