ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। আসাম প্রশাসন গত বুধবার এ কথা জানিয়েছে। একই দিন দেশটির উত্তর প্রদেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বন্যাসংক্রান্ত দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে বলে গত বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন। আউটলুক ইন্ডিয়া এসব তথ্য দিয়েছে।
এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে দুটি বাস মহাসড়ক থেকে নদীতে পড়ে ৬৩ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার মধ্যাঞ্চলীয় চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। জেলা কর্মকর্তা খিমানন্দ ভুসাল বলেন, দুটি বাসে ৬৬ জন যাত্রী ছিলেন।
ভূমিধসে বাস দুটি গড়িয়ে ত্রিশূলী নদীতে পড়ে যাওয়ার আগে তিনজন বেরিয়ে যেতে সক্ষম হন। তবে খিমানন্দ বলেন, ‘বাস দুটির মোট যাত্রী ঠিক কতজন, তা পুরোপুরি নিশ্চিত নই।’