ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে আজ সোমবার ভোরের দিকে এ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানান।
ইন্দোনেশিয়ান সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশনের (পিভিএমজি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১টা ৫৭ মিনিটের দিকে ইস্ট নুসা তেনগারা প্রদেশের ফ্লোরস দ্বীপের মাউন্ট লেওতোবি লাকি-লাকি পর্বতে এ অগ্ন্যুৎপাত হয়।
পিভিএমজির মুখপাত্র হাদি উইজাওয়া বলেন, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় চার কিলোমিটার দূরের গ্রামে আগুনের লাভা ও পাথর ছড়িয়ে পড়েছে। এতে ওই গ্রামের বাসিন্দাদের বাড়িঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতে সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিভিএমজি আরও জানিয়েছে, আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে। এ কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সংস্থাটি। একই সঙ্গে আগ্নেয়গিরির সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পুরো এলাকা অবশ্যই খালি করে দিতে হবে।
স্থানীয় কর্মকর্তা হিরোনিমাস লামাউরান রয়টার্সকে বলেন, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন গ্রামের বাসিন্দাদের আজ সকাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।