নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চির ৩ বছরের কারাদণ্ড

অং সান সু চি
ছবি: রয়টার্স ফাইল ছবি

২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার মিয়ানমারে জান্তার আদালতে তাঁর বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়। এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জয় পেয়েছিল সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি। তবে দেশটির সেনাবাহিনী নির্বাচনে ফল প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

নির্বাচনে ১ কোটি ১০ লাখের বেশি ভোট জালিয়াতির তথ্য উন্মোচনের কথাও বলে তারা। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলে আসছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

আজ ওই নির্বাচনে জালিয়াতির দায়ে সু চিকে দোষী সাব্যস্ত করেন জান্তার আদালত। তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন অভিযোগে সু চির বিরুদ্ধে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হলো।

সূত্রের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ আদালতে ৭৭ বছর বয়সী সু চিকে শারীরিকভাবে সুস্থ বলে মনে হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তিনি আটক আছেন। শুক্রবারের রায় ঘোষণার আগপর্যন্ত দুর্নীতি, উসকানিসহ বিভিন্ন মামলায় জান্তার আদালতে সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নেপিডোর ওই আদালতে সু চির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলার সময় সাংবাদিকদের উপস্থিত থাকতে দেওয়া হয় না। সু চির আইনজীবীদেরও গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই।