শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশে ফেরার অধিকার রয়েছে। কিন্তু এখন যেহেতু আর আইনি দায়মুক্তির পাওয়ার সুযোগ নেই, তাই রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের মামলায় তাঁর বিচার হওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগা (এসজেবি) গতকাল শুক্রবার এ দাবি জানিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে এসজেবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজিথ পি পেরেরা বলেন, ‘গোতাবায়া এই দেশের নাগরিক। মাতৃভূমিতে ফেরার অধিকার তাঁর আছে। কেউ এই অধিকার অস্বীকার করতে পারেন না। তবে রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগে তাঁর বিচার হওয়া উচিত।’
তিনি বলেন, ‘মা–বাবার স্মৃতিস্তম্ভের জন্য রাষ্ট্রীয় তহবিল ব্যয় করার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা ছিল। এই মামলাগুলো আবার চালু হওয়া উচিত। অন্যান্য অভিযোগের ক্ষেত্রেও অভিযোগপত্র দায়ের করা উচিত।’
অজিথ পেরেরা বলেন, ‘তাঁকে (গোতাবায়া) বিচারের মুখোমুখি করা এবং দোষীসাব্যস্ত হলে শাস্তি দেওয়া সম্ভব। কারণ, সংবিধান অনুযায়ী, এখন তিনি আর আইনি দায়মুক্তি ভোগ করছেন না।’
এদিকে গোতাবায়াকে দেশে ফিরিয়ে আনতে তাঁর দল ক্ষমতাসীন শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সহায়তা চেয়েছে। দলটির মহাসচিব সাগারা কারিয়াবাসাম গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন।
তবে কবে নাগাদ গোতাবায়া শ্রীলঙ্কায় ফিরতে পারেন, তা এখন পর্যন্ত ঠিক হয়নি বলে জানান ক্ষমতাসীন দলের এই নেতা। অবশ্য দেশটির সাবেক এক রাষ্ট্রদূতের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ‘নিউজ ফার্স্ট’–এর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে গোতাবায়া দেশে ফিরতে পারেন।
অন্যদিকে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গ্রিন কার্ড পেতে তোড়জোড় শুরু করেছেন গোতাবায়া। সেখানে স্ত্রী ও ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান তিনি। গোতাবায়ার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত মাসে গণবিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান। পরে তিনি মেডিকেল ভিসা নিয়ে সিঙ্গাপুরে যান এবং সেখান থেকে পদত্যাগের ঘোষণা দেন। সিঙ্গাপুর দুইবার তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়।
এরপর সিঙ্গাপুর আর ভিসার মেয়াদ না বাড়ানোয় সস্ত্রীক থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন গোতাবায়া। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংককে। নতুন কোনো গন্তব্য নির্ধারণ না করা পর্যন্ত গোতাবায়া সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।