হুসাইন শামীম
হুসাইন শামীম

মালদ্বীপের শীর্ষ আইন কর্মকর্তাকে হাতুড়িপেটা

মালদ্বীপের প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর জেনারেল) হুসাইন শামীম হামলার শিকার হয়েছেন। আজ বুধবার সকালে মালেতে নিজ বাড়িতে ঢোকার সময় এক দুর্বৃত্ত হাতুড়ি নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন। আহত শামীম এডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার নির্ধারিত পার্কিংয়ের জায়গায় সাইকেল রেখে শামীম তাঁর বাড়িতে ঢুকছিলেন। তখনই হামলাকারী ব্যক্তি একটি হাতুড়ি নিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে আঘাত লাগে। হাতের হাড় ফেটে যাওয়ার কারণে শামীমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে তাঁর আঘাতের তীব্রতা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

মালদ্বীপ পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, ‘প্রসিকিউটর জেনারেল হুসাইন শামীমকে এডিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য বলছে, তাঁকে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়নি।’

শামীমের ওপর হামলার উদ্দেশ্য কী, তা জানা যায়নি। এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ বলেছে তদন্ত চলছে।