জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগে
জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগে

জাপানে রানওয়েতে উড়োজাহাজে আগুন

জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি উড়োজাহাজে আগুন লেগেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন। সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। হানেদা বিমানবন্দরে অবতরণ করার পরপর উড়োজাহাজটিতে আগুন লাগে।

উড়োজাহাজটি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো সাপ্পোরো শহর থেকে টোকিওর উদ্দেশে ছেড়ে আসে।

সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনের শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। এ সময় রানওয়েতেও আগুন জ্বলতে দেখা যায়।

বিমানবন্দরে জাপানের উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির সংঘর্ষ হয় বলে মনে করা হচ্ছে। জাপান কোস্টগার্ড বলেছে, তাদের উড়োজাহাজটি ভূমিকম্পকবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল।

উড়োজাহাজে আগুন লাগার পর হানেদা বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে

দুর্ঘটনাকবলতি উড়োজাহাজটি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো সাপ্পোরো শহর থেকে রাজধানী টোকিওর উদ্দেশে ছেড়ে আসে। টোকিও থেকে সাপ্পোরোর দূরত্ব ৮৩২ কিলোমিটার।

এই ঘটনার পর হানেদা বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির মুখপাত্র। সব ধরনের ফ্লাইটও স্থগিত ঘোষণা করা হয়েছে।