শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এখন টিকে আছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন সাজিথ প্রেমাদাসা (বাঁয়ে) ও অনূঢ়া কুমারা দিশানায়েকে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এখন টিকে আছেন দুজন প্রার্থী। তাঁরা হলেন সাজিথ প্রেমাদাসা (বাঁয়ে) ও অনূঢ়া কুমারা দিশানায়েকে

প্রেসিডেন্ট নির্বাচন

চূড়ান্ত বিজয়ী নির্ধারণে শ্রীলঙ্কায় দ্বিতীয় দফায় ভোট গণনা চলছে

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়েছে। আজ রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু করেছে তারা।

শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট গণনা করতে হয়। শ্রীলঙ্কার ইতিহাসে এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ভোট গণনার প্রয়োজন পড়েনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট গণনা শেষে বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে সর্বোচ্চ ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। এখন ভোটারদের দেওয়া অগ্রাধিকার ভোট গণনা করে দেখা হবে সেখান থেকে এই দুজন প্রার্থী কে কতটি ভোট পেয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থী ছাড়াও পছন্দক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রার্থীকে ভোট দিতে হয়। এখন সেই তালিকা দেখেই অনূঢ়া কুমারা দিশানায়েকে ও সাজিথ প্রেমাদাসা কে কত ভোট পেয়েছেন, তা গণনা করে দেখা হবে। অগ্রাধিকার ভোট হিসাব করার পর এই দুই প্রার্থীর মধ্যে যিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। এ কারণে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে ও সাজিথ প্রেমাদাসা ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে ছিটকে গেছেন। এখন এই দুজনের মধ্যে বিজয়ী প্রার্থী নির্ধারণে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন দেশটির ১ কোটি ৭০ লাখ ভোটার। এবারের নির্বাচনে যেকোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নির্বাচন বিশ্লেষকেরা।

শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ৩৯ জন। তবে গতকাল ভোট শেষে গণনার প্রাথমিক পর্যায়ে তিন প্রার্থীর মধ্যে লড়াই হতে পারে বলে আভাস পাওয়া যায়। তাঁরা হলেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) সাজিথ প্রেমাদাসা ও ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে।

তবে আজ রোববার সকাল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে লড়াই থেকে ছিটকে পড়েছেন। ভোটের ফলাফলে অনূঢ়া কুমারা দিশানায়েকে এগিয়ে থাকায় তাঁকে বিরোধী দলগুলো পর্যন্ত অভিনন্দন জানাতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দফার গণনা শেষে দেখা যায়, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি।