উত্তর কোরিয়ার আকাশে গোয়েন্দা বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ গোয়েন্দা বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় অন্তত আটবার চক্কর দিয়েছে।
পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আজ মঙ্গলবার এমন অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এমন চলতে থাকলে তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এর আগে গতকাল সোমবার একই অভিযোগ তুলেছিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান অনুপ্রবেশ করে নজরদারি চালাচ্ছে। আবারও এমন ঘটলে পিয়ংইয়ং গুলি করে সেই বিমান ভূপাতিত করতে বাধ্য হবে বলেও হুমকি দিয়েছিলেন কিম।
কিম ইয়ো-জং জানান, উত্তর কোরিয়ার থংচন অঞ্চল থেকে ৪৩৫ কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে মার্কিন গোয়েন্দা বিমান উড়েছে। ওই এলাকা উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে পড়ে।
উত্তর কোরিয়ার এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান চলাচল করেছে। এটা রুটিন ফ্লাইট। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই।