আজ জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে
আজ জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে

জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত হয়েছে। একই ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। আজ বুধবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, বারামুল্লা জেলার ওয়াটারগ্যাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। একপর্যায়ে তা ‘বন্দুকযুদ্ধে’ পরিণত হয়।

কর্মকর্তাদের দাবি, তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন পুলিশ, আরেকজন সেনাবাহিনীর জওয়ান।

নিহত জঙ্গিদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।