২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে উৎখাত করে সেনা জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে সংকট চলছে
২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে উৎখাত করে সেনা জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে সংকট চলছে

নেপিডোতে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি মিয়ানমারের জান্তাবিরোধীদের

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী নেপিডো শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে হামলা চালানো হয়।

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে। এর পর থেকে সেই সরকারের রাজনীতিবিদ ও পার্লামেন্ট সদস্যরা নির্বাসিত অবস্থায় জাতীয় ঐক্য সরকার (এনইউজি) পরিচালনা করে আসছে।

এনইউজি বলেছে, গতকাল বৃহস্পতিবার তাদের পিপল’স ডিফেন্স ফোর্স নেপিডো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একই সময়ে সমন্বিতভাবে হামলা চালিয়েছে।

এনইউজির মুখপাত্র কিয়াউ জাউ বলেন, ‘এটি একটি সাফল্য। এ ড্রোন হামলা ছিল দীর্ঘ পাল্লার। এই হামলা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শক্তিশালী ছিল। আমরা আরও হামলা চালানোর পরিকল্পনা করছি।’

তবে জান্তাবিরোধী শক্তি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পেরেছে কি না তা, পরিষ্কার করে বলেননি কিয়াউ জাউ।

এনইউজির এই মুখপাত্র আরও বলেন, ‘মিয়ানমার এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যখন জান্তা জনগণকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তাদের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত নেপিডোতে হামলার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছি, তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই।’

মিয়ানমারের সেনা সরকার হামলার খবরটি স্বীকার করেছে। বলেছে, তারা ১২টির বেশি ড্রোন ধ্বংস ও জব্দ করেছে।

সেনা পরিচালিত মায়াবতী টিভি বলেছে, ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মায়াবতী টিভির খবরে বলা হয়, এটি ‘ব্যর্থ হামলা। ‘সন্ত্রাসীরা’ নেপিডোতে হামলা চালানোর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করে দিতে চেয়েছিল। হামলার লক্ষ্যবস্তু কী ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে মায়াবতী টিভিতে প্রকাশিত ছবিতে ৯টি ছোট আকারের ড্রোন দেখা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। প্রতিবেদনে বলা হয়, ১৩টি ড্রোনের মধ্যে চারটি ড্রোনে বিস্ফোরক ছিল।

২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে উৎখাত করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে সংকট চলছে। জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। সেনাবাহিনী নৃশংসভাবে দমন-পীড়ন শুরু করলে বেসামরিক নাগরিকদের কেউ কেউ অস্ত্র হাতে তুলে নিতে শুরু করে। কেউ কেউ ইতিমধ্যে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সেনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

গত বছরের অক্টোবরে অভ্যুত্থানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স হঠাৎ করে হামলা চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সেনাচৌকি এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়। এতে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়তে থাকে।