ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মারাওয়ি শহরে আজ রোববার ক্যাথলিকদের প্রার্থনা চলাকালে বিস্ফোরণে ৯ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলে মিনডানাও স্টেট বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চাকেন্দ্রে ওই প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছিল।
আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজা বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। ২০১৭ সালে মারাওয়ি শহরটি পাঁচ মাস ধরে জঙ্গিরা নিজেদের দখলে রেখেছিলেন। ইসলামিক স্টেট–সমর্থিত জঙ্গিরা প্রতিশোধ নিতে এ হামলা চালাতে পারেন।
ফিলিপাইনের সেনাবাহিনী মাগুইনদানাও ডেল সুর প্রদেশে গত শুক্রবার অভিযান চালায়। গতকাল শনিবার সেনাবাহিনী বলেছে, তাদের অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহত জঙ্গিদের মধ্যে ইসলামিক স্টেট–সমর্থিত দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইনের জঙ্গিরা ছিলেন।
লানাও ডেল সুর প্রদেশের গভর্নর মামিনটাল অ্যাডিওং এক বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ধর্মীয় সমাবেশে এ ধরনের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মিনডানাও স্টেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।