উত্তর কোরিয়া শিগগির পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এই আশঙ্কার কথা আজ বুধবার প্রকাশ করেছে দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ভাষ্যমতে, উত্তর কোরিয়া সম্ভবত ১৬ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে।
উত্তর কোরিয়া ২০১৭ সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সাম্প্রতিক সময়ে মত দিয়ে আসছেন পর্যবেক্ষকেরা।
চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া আত্মরক্ষার স্বার্থে আগেই পারমাণবিক হামলা চালানোর অধিকারের বিধান যুক্ত করে নতুন একটি আইন পাস করে।