জান্তাশাসিত মিয়ানমারের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন পদক্ষেপ নিতে হবে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া পদক্ষেপ কাজ করছে না। বুধবার মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুস এ কথা বলেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ওই অভ্যুত্থানের পর থেকে ৩ হাজার ৬০০ জনের বেশি বেসামরিক নাগরিক সামরিক বাহিনীর দমনপীড়নে নিহত হয়েছেন বলে সম্প্রতি একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। এরপর জাতিসংঘ নতুন করে মিয়ানমারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল।
মিয়ানমার সংকট সমাধানে ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট ন্যাশনস (আসিয়ান) জোটের নেওয়া পদক্ষেপ বাধাগ্রস্ত হয়েছে। মিয়ানমারও এই জোটের সদস্য। দেশটির সঙ্গে দুই বছর আগে পাঁচ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জোটের মতৈক্য হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে নতুন পদক্ষেপ গ্রহণ এবং আসিয়ান জোট থেকে নতুন কোনো সদস্যকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন টম অ্যান্ড্রুস। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবারকা সংবাদ সম্মেলনে টম অ্যান্ড্রুস বলেন, ‘আমি মনে করি, মিয়ানমার সংকট একটি নতুন গুরুত্বপূর্ণ পরিবর্তনের জায়গায় পৌঁছেছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া পদক্ষেপগুলো পুনর্মূল্যায়নের এখনই সময়।’
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা সরকারের আর্থিক সংস্থানের লাগাম টেনে ধরতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র ও থাইল্যান্ডের সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি প্রতিবেদনগুলোর সত্যতার কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার থাইল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর স্থানীয় সময় বুধবার নাগাদ ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে।