আটক মার্কিন সেনাকে ছেড়ে দেবে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার ইমজিনগাক সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন পর্যটকেরা। এই সীমান্ত দিয়ে মার্কিন সেনা কোনো অনুমতি ছাড়াই উত্তর কোরিয়া ভূখণ্ডে চলে যান
ফাইল ছবি: এএফপি

বিনা অনুমতিতে উত্তর কোরিয়ার ভূখণ্ডে ঢুকে আটক মার্কিন সেনা ট্রাভিস কিংকে ছেড়ে দিচ্ছে পিয়ংইয়ং। আজ বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

গত ১৮ জুলাই ট্রাভিস কিং দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে উত্তর কোরিয়ায় ঢোকেন। এরপর তাঁকে আটক করা হয়।

কেসিএনএ জানিয়েছে, দেশের বিদ্যমান আইন অনুযায়ী আটক মার্কিন সেনা ট্রাভিস কিংকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং। তবে তাঁকে কোথায় ও কীভাবে ছেড়ে দেওয়া হবে, এ নিয়ে কিছু জানানো হয়নি।

এর আগে গত মাসে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কিংকে আটকের কথা জানায়। তখন পিয়ংইয়ং দাবি করে, মার্কিন সেনাবাহিনীতে বৈষম্যের শিকার হয়ে কিং পালানোর সিদ্ধান্ত নেন।

কেসিএনএর দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সী ট্রাভিস কিং উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হতো। এ ছাড়া কৃষ্ণাঙ্গ হওয়ায় বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি।

এসব কারণে সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন কিং।