তাইওয়ানের পূর্ব উপকূলে আজ বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। দেশটির পূর্ব উপকূলে বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপন সংস্থা বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে পড়েছে, নয়তো ধসে পড়েছে। ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।