তাইওয়ানের পূর্ব উপকূলে আজ বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। দেশটির পূর্ব উপকূলে বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপন সংস্থা বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে পড়েছে, নয়তো ধসে পড়েছে। ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাইওয়ানে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে হুয়ালিয়েন শহরে হেলে পড়া একটি ভবনতাইওয়ানের নিউ তাইপে সিটিতে ভূমিকম্পের পরে একটি ভবনের ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টের চিত্রতাইওয়ানের পূর্ব এলাকায় বড় ভূমিকম্প আঘাত হানার পর তাইপের ১০১ তলাবিশিষ্ট তাইপে অফিস ভবনের লবিতে আতঙ্কিত লোকজন জড়ো হয়েছেনতাইওয়ানের হুয়ালিয়েনে ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরাতাইওয়ানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর হুয়ালিয়েনে একটি ক্ষতিগ্রস্ত ভবনভূমিকম্প আঘাত হানার পর নিউ তাইপে সিটিতে একটি ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়া এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরাতাইওয়ানের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে হুয়ালিয়েন শহরে হেলে পড়া একটি ভবনবড় ভূমিকম্প আঘাত হানার পর নিউ তাইপে সিটিতে একটি ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়ে ব্যক্তিদের জীবিত উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরাভূমিকম্প আঘাত হানার পর তাইপে চিয়াং কাই-শেক মেমোরিয়াল হলের কম্পাউন্ডে ধ্বংসাবশেষের চার পাশ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছেতাইওয়ানে ভূমিকম্পের পর চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিয়ামেনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলার মাঠে অবস্থান নেয়