মিয়ানমারে জাপানি সাংবাদিকের আরও তিন বছরের কারাদণ্ড

জাপানি সাংবাদিক তোরু কুবোতা
ছবি: রয়টার্স ফাইল ছবি

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের ভিডিও ধারণের সময় গ্রেপ্তার হওয়া জাপানি সাংবাদিক তোরু কুবোতাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি বলছে, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে গত বুধবার জান্তার আদালত এ সাজা ঘোষণা করেছে। এর আগে তাঁর সাত বছরের কারাদণ্ড হয়েছিল।

বুধবার দুর্নীতির দুই মামলায় নতুন করে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ড ঘোষণার দিনেই কুবোতার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গত বছর অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর থেকে ভিন্ন মতাবলম্বীদের ওপর ধরপাকড় চালাচ্ছে মিয়ানমার জান্তা। বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদেরও আটক করা হচ্ছে।

মিয়ানমারে গত জুলাইয়ে ২৬ বছর বয়সী তোরু কুবোতাকে আটক করা হয়। ইয়াঙ্গুনে একটি সরকারবিরোধী বিক্ষোভস্থলের কাছ থেকে আরও দুজন মিয়ানমারের নাগরিকসহ গ্রেপ্তার হন তিনি। গত সপ্তাহে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কুবোতার আইনজীবীর বরাতে জাপানের দূতাবাসের এক কূটনীতিক এএফপিকে বলেন, এ সাংবাদিককে অতিরিক্ত তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার শুনানি চলার সময় কুবোতাকে শারীরিকভাবে সুস্থ বলে মনে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ফিল্মফ্রি ওয়েওয়েব সাইটের তথ্য অনুযায়ী, কুবোতা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম এবং দেশটির শরণার্থী ও জাতিগত ইস্যু নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন।

কুবোতা হলেন মিয়ানমারে আটক হওয়া পঞ্চম বিদেশি সাংবাদিক। এর আগে মার্কিন সাংবাদিক নাথানমং, ড্যানিফেনস্টার, পোল্যান্ডের সাংবাদিক রবার্টবোচিয়াগা এবং জাপানের সাংবাদিক ইয়ুকি কিতাজুমিকে আটক করা হয়েছিল। পরে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিতাড়িত করা হয়েছে।

সাজা ঘোষণার আগে জান্তা মুখপাত্র জমিনতুন এএফপিকে বলেন, এ মুহূর্তে কুবোতাকে বিতাড়িত করা হবে না। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক উপপরিচালক ফিলরবার্টসন বলেন, কুবোতাকে ‘রাজনৈতিক গুটি’ হিসেবে ব্যবহার করছে জান্তা।