র্যাপার সামান ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন ইরানের সুপ্রিম কোর্ট। কুর্দি জনগোষ্ঠীর সদস্য সামান ইয়াসিন অসমতা, নির্যাতন ও বেকারত্ববিরোধী কথা দিয়ে র্যাপ গেয়ে থাকেন। তাঁকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টায় অভিযুক্ত করা হয়েছে। দেশটির বিচার বিভাগ গত শনিবার এসব তথ্য জানিয়েছে বলে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।
আপনারা বিশ্বের কোথায় একটি বিনের জন্য একজনের মৃত্যুদণ্ড হতে দেখেছেন?ইয়াসিনের মা
গত ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে কুর্দিস্তান অঞ্চলের তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করে নীতি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বেশভূষা আইন অনুসারে সঠিক ছিল না। ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। পরদিন তাঁর দাফনের সময় থেকে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ-সংশ্লিষ্ট ঘটনায় চলতি মাসের শুরুতে দুই তরুণকে প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রেপ্তার করা হয়েছে নারী-শিশুসহ ১৪ হাজারের বেশি মানুষকে। সে বিক্ষোভ ১০০ দিন অতিক্রম করল। এ বিক্ষোভ ও বিক্ষোভকারীদের সমর্থনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু র্যাপ গান লিখে পোস্ট করেন।
সামান ইয়াসিনের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভের সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টা, আবর্জনার বিনে আগুন লাগানো এবং তিনবার ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছিল। সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ইয়াসিনের মা গত সপ্তাহে এক ভিডিও বার্তায় তাঁর ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘আপনি বিশ্বের কোথায় একটি বিনের জন্য একজনের মৃত্যুদণ্ড হতে দেখেছেন?’
প্রাথমিকভাবে সামান ইয়াসিনের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর বিক্ষোভকারী মুহাম্মদ কোবাদলোর আপিল গ্রহণের কথা জানান আদালত।