আবার দল বদল করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বর্ষীয়ান এই রাজনীতিক পার্টি বুমিপুতেরা পেরকাসা মালয়েশিয়া (পুত্রা) নামে নতুন একটি দলে যোগ দিয়েছেন। মালয়েশিয়ার ‘মূলধারার’ কোনো রাজনৈতিক দল না হওয়ায় দলটি সম্পর্কে মালয়েশিয়ার মানুষজনও তেমন একটা জানতেন না।
এর আগে ২০২০ সালে মালয়েশিয়ান ইন্ডিজেনাস পার্টি (বেরসাতু) ছেড়ে হোমল্যান্ড ফাইটার্স পার্টি (পেজুয়াং) নামে নতুন এক রাজনৈতিক দল গঠন করেছিলেন মাহাথির মোহাম্মদ। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আরমিন বানিয়ান গত শুক্রবার ফেসবুক পোস্টে মাহাথিরের দল বদল করার এ ঘোষণা দেন।
আরমিন বানিয়ান বলেছেন, ‘পেজুয়াং পার্টির ১৩ সদস্যকে নিয়ে পার্টি বুমিপুতেরা পেরকাসা মালয়েশিয়ায় যোগ দিয়েছেন মাহাথির মোহাম্মদ। সফল হওয়ার জন্য আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট। মালয়েশিয়ার জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সংগ্রামই আমাদের এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।’
তবে নতুন এই দলে ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ কোনো পদে আসবেন কি না, এখনো জানা যায়নি। এর আগে শনিবার মাহাথির জানান, পুত্রা নামের এই দলে যোগ দেওয়ার জন্য দলটির প্রেসিডেন্ট তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁকে দলের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি বিবেচনা করছেন।
চার বছর আগে প্রতিষ্ঠিত এই দলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তাব গ্রহণ না করার কোনো কারণ আমি দেখছি না। এরপরও প্রস্তাব নিয়ে ভাবার জন্য সময় নিচ্ছি। পুত্রায় যোগ দেওয়া আমার রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উপযুক্ত মনে করলে আমি দলটির সদস্য বা তাদের প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা হতে পারি।’