অস্ট্রেলিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের (ডানে) সঙ্গে করমর্দন করেছেন
অস্ট্রেলিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের (ডানে) সঙ্গে করমর্দন করেছেন

উত্তেজনা প্রশমনে অস্ট্রেলিয়া সফরে চীনের প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাত বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলেন।

বৈঠক শেষে আলবানিজ বলেন, অঘটন এড়াতে অস্ট্রেলিয়া ও চীন সামরিক যোগাযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করবে।

গত মাসে পীত সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় অস্ট্রেলিয়ার একটি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে সংকতেশিখা নিক্ষেপ করেছিল চীনের যুদ্ধবিমান। এ ঘটনাকে ঝুঁকিপূর্ণ বাধা প্রদান হিসেবে অভিহিত করেছিল অস্ট্রেলিয়া।

আলবানিজ সাংবাদিকদের বলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি তুলেছেন। এ সময় লি সাংবাদিকদের বলেন, দুই নেতা একটি অকপট, নিবিড় ও ফলপ্রসূ বৈঠক করেছেন এবং অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।

এদিকে লির সফরের পক্ষে-বিপক্ষে ক্যানবেরার পার্লামেন্ট হাউসের বাইরে বিক্ষোভকারী ও সমর্থকেরা জড়ো হন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তিব্বত, উইঘুর ও হংকং সমর্থক বিক্ষোভকারীদের থেকে চীনপন্থীদের আলাদা করতে ব্যারিকেডও বসানো হয়েছিল।