‘হংকং স্বাধীন করো, আমাদের সময়ের বিল্পব’ স্লোগান দেওয়া হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ
‘হংকং স্বাধীন করো, আমাদের সময়ের বিল্পব’ স্লোগান দেওয়া হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ

হংকংয়ে ‘রাষ্ট্রদ্রোহী টি-শার্ট’ পরায় তরুণকে ১৪ মাস কারাদণ্ড

হংকংয়ের এক তরুণকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নতুন জাতীয় নিরাপত্তা আইনে রাষ্ট্রদ্রোহী স্লোগানসংবলিত টি-শার্ট পরার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁকে এই সাজা দেওয়া হয়।

অভিযুক্ত তরুণের নাম চু কাই-পং (২৭)। তিনি রাষ্ট্রদ্রোহের উদ্দেশ্যে এ ধরনের কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন।

আর্টিকেল ২৩ নামের বিতর্কিত আইনে এই প্রথম দেশটিতে কাউকে সাজা দেওয়া হলো।

২০১৯ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের সমর্থনে ব্যবহৃত বিভিন্ন স্লোগানসংবলিত টি-শার্ট ও মাস্ক পরায় চু কাই-পংকে গ্রেপ্তার করা হয়।

‘হংকং স্বাধীন করো, আমাদের সময়ের বিল্পব’ স্লোগান দেওয়া হংকংয়ের নতুন জাতীয় নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

আদালত সূত্রে জানা গেছে, চু কাই–পং পুলিশকে বলেছেন, তাঁর ধারণা এই স্লোগান ব্রিটিশদের কাছ থেকে হংকংকে স্বাধীন করার জন্য দেওয়া হয়েছিল।