নির্মাণশ্রমিক ক্রাচ পিউ। সারা দিন ইট–সুরকি নিয়ে তাঁর কাজ। জীবনে কখনো উড়োজাহাজে উঠতে পারেননি। কিন্তু উড়োজাহাজ তাঁর বেশ প্রিয়। তাই সিদ্ধান্ত নিলেন যে উড়োজাহাজে চড়তে পারেননি, সেই উড়োজাহাজকে বাড়িঘরে পরিণত করবেন। সারা জীবনের সঞ্চয় ২০ হাজার ডলার দিয়ে বানালেন ইট–পাথরের উড়োজাহাজ।
কম্বোডিয়ার সিম রিপ শহরের কাছে এই বাড়ি নির্মাণ করা হয়েছে। ক্রাচ বলেন, ‘ছোটবেলা থেকেই এমন একটি বাড়ির স্বপ্ন আমার। আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে পেরে অত্যন্ত খুশি।’ ১২ মার্চ বাড়িটির ছবি তুলেছে বার্তা সংস্থা এএফপি