বিশাল ‘সামুদ্রিক পার্ক’ তৈরি করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সামুদ্রিক পার্ক স্থাপনের পরিকল্পনা
ছবি: টুইটার

অস্ট্রেলিয়া সরকার দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল সামুদ্রিক পার্ক স্থাপনের পরিকল্পনা করছে। গতকাল রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ পার্কের আয়তন হবে ৪ লাখ ৭৫ হাজার ৪৬৫ বর্গকিলোমিটার। অর্থাৎ এটি হবে প্রায় স্পেনের আয়তনের সমান। সরকারের প্রস্তাবের মধ্যে রয়েছে দেশটির বর্তমান ম্যাকুয়ার আইল্যান্ড মেরিন পার্কটি আরও বড় করে বিশাল এই পার্ক গড়ে তোলা।

অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী তানিয়া প্লিবারসেক ঘোষণা দিয়েছেন, এই বিশাল সামুদ্রিক পার্ক স্থাপনের ফলে পুরো এলাকা সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য হবে। এ এলাকায় মাছ ধরা, খননকাজ বা অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণমূলক কার্যকলাপ বন্ধ থাকবে।

অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝামাঝি অবস্থিত ম্যাকুয়ার দ্বীপটি এর বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত। এখানে রয়েছে পেঙ্গুইন, সিলের মতো নানা প্রাণী।