নির্বাচনের আগেই পদ ছাড়ার ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং
ফাইল ছবি: রয়টার্স

সিঙ্গাপুরে ২০২৫ সালে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে আগামী বছরই দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) প্রধানের পদ ছাড়বেন। গতকাল রোববার দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে লি সিয়েন এ ঘোষণা দেন।

৭১ বছর বয়সী লি সিয়েন বলেন, আগামী বছরের নভেম্বরে পিএপির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই দলীয় প্রধানের পদ ছাড়বেন তিনি। তাঁর উত্তরসূরি হবেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী লরেন্স ওং।

এ সময় লরেন্সের প্রশংসা করে লি সিয়েন বলেন, করোনা মহামারি সামাল দিতে সরকারের কোভিড-১৯ টাস্কফোর্স পরিচালনায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন লরেন্স।

সিঙ্গাপুরে রাজনৈতিক এ পালাবদলে কোনো বিলম্ব হবে না বলেও জানিয়েছেন লি সিয়েন। তিনি বলেন, ‘পদ ছাড়লেও নতুন প্রধানমন্ত্রীর কার্যক্রম বাস্তবায়নে আমি তাঁর পাশে থাকব। পরবর্তী সাধারণ নির্বাচনে তাঁর এবং দলের জয়ী হতে সহায়তা করব।’

লরেন্স ওং সিঙ্গাপুরের সাবেক অর্থ ও জাতীয় উন্নয়নবিষয়ক মন্ত্রী। মহামারির সময় করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে অনেক কম ছিল। এ ক্ষেত্রে সফলতা দেখিয়ে আলোচিত হন তিনি।

সিঙ্গাপুরে ২০২০ সালে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ৯৩ আসনের পার্লামেন্টে ৮৩টি আসনে জয় পায় লি সিয়েনের দল পিএপি।

এখন লরেন্স প্রধানমন্ত্রী হলে তিনি হবেন সিঙ্গাপুরের ইতিহাসে দ্বিতীয় সরকারপ্রধান, যিনি ঐতিহ্যবাহী লি পরিবারের বাইরে থেকে ক্ষমতায় বসবেন। এর আগে লি পরিবারের বাইরে থেকে একমাত্র ব্যক্তি হিসেবে গোহ চোক তং ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুরকে সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং দেশটির আধুনিকায়নে লি কুয়ানের অবদান বিশাল। তাঁরই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন।