মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৯৮) আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর মুখপাত্র এ তথ্য জানান।

দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। তাঁর মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঠিক কী সংক্রমণের চিকিৎসার জন্য মাহাথির হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানাননি তাঁর মুখপাত্র।

মাহাথিরের হৃদ্‌রোগের ইতিহাস আছে। তাঁর বাইপাস সার্জারিও হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় মাহাথির বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার ছাড়া পেয়েছেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল একটি আদালতের কার্যক্রমে মাহাথিরের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হন। তবে এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন ঘটে।