ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ দাঁড়িয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। গতকাল বুধবার হ্যানয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৬ জনের মৃত্যুর পাশাপাশি ৩৭ জন আহত হয়েছেন। গত ২০ বছরের মধ্যে এটা ভিয়েতনামে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
দেশটির সরকারি বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আগুনের ঘটনা ঘটে। সে সময় ১০ তলা ওই ভবনে প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন।
হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন থেকে বাঁচতে অনেকেই ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এমন ব্যক্তিদের অনেককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর পাশাপাশি ছোট আকারের অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিনিরোধক ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বহুতল ভবনের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। হ্যানয় পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ভবনে যথাযথ অগ্নিনিরোধক ব্যবস্থা না রাখার অভিযোগ আনা হচ্ছে।