মিয়ানমারের কাচিন রাজ্যে একটি কনসার্টে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলায় অন্তত ৫০ জন নিহত আর ১০০ জন আহত হন।
গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এই হামলা চালানো হয়। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এই রাজ্যে কনসার্টটির আয়োজন করেছিল কাচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও)।
কেআইওর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তিন দিনের এই আয়োজনের প্রথম দিন ছিল রোববার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যুদ্ধবিমান থেকে কনসার্টে তিনটি বোমা ফেলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। হামলার আগে কোনো সতর্কতা–সংকেত দেওয়া হয়নি।
কেআইওর সশস্ত্র শাখা কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) এক মুখপাত্র বলেন, কনসার্টে ৩০০ থেকে ৫০০ ব্যক্তি ছিলেন। মিয়ানমার সেনাবাহিনীর একাধিক যুদ্ধবিমান থেকে কনসার্টে চারটি বোমা ফেলা হয়। হামলায় কেআইওর কর্মকর্তা, কেআইএর যোদ্ধা ও বেসামরিক লোকজন নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজন জনপ্রিয় কাচিন গায়ক আছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা চিকিৎসকদের বাধা দেয় মিয়ানমারের সেনাবাহিনী।
বিমান হামলার তথ্য নিশ্চিত করেনি মিয়ানমার সেনাবাহিনী। এ বিষয়ে গতকাল সোমবারও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু বলা হয়নি।
তবে হামলার খবর জেনে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, হামলার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন, দুঃখিত।
হামলার ঘটনায় মিয়ানমারে পশ্চিমা দেশগুলোর দূতাবাস থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। তারাও হামলার নিন্দা জানিয়েছে।