অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য নভেম্বরে চালু হতে যাচ্ছে নতুন ভিসা। প্রতীকী ছবি। সংগৃহীত
অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য নভেম্বরে চালু হতে যাচ্ছে নতুন ভিসা। প্রতীকী ছবি। সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পেতে অর্থ জমা রাখার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ জানায়, ভিসা পেতে শিক্ষার্থীদের এখন কমপক্ষে ২৯ হাজার ৭১০ অস্ট্রেলীয় ডলার জমা দেখাতে হবে।

এ ছাড়া কয়েকটি কলেজকে শিক্ষার্থী ভর্তিতে প্রতারণামূলক পদ্ধতির আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামীকাল শুক্রবার নতুন নিয়ম কার্যকর হবে।

এ নিয়ে গত সাত মাসের মধ্যে দ্বিতীয় দফা অর্থ জমা রাখার পরিমাণ বাড়াল কর্তৃপক্ষ। এর আগে গত অক্টোবরে জমা দেখানোর পরিমাণ ২১ হাজার ৪১ ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ অস্ট্রেলীয় ডলার করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় হঠাৎ অভিবাসন বেড়ে যাওয়ার কারণে দেশটির কর্তৃপক্ষ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ করেছে, তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে গত মার্চে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তার বিষয়টিতেও জোর দেওয়া হয়।