নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি–সতর্কতা জারি করা হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
কেরমাডেক দ্বীপপুঞ্জে উপকূল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানতে পারে। তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির আঘাত অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানোর কোনো আশঙ্কা নেই।