তাইওয়ান ঘিরে সাগর ও আকাশে সামরিক মহড়া অব্যাহত রেখেছে চীন। আজ সোমবার চীনা সামরিক বাহিনী এ তথ্য জানায়। খবর রয়টার্সের
পূর্বঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গতকাল রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজ দেশটির সেনাবাহিনী এই মহড়া অব্যাহত থাকার কথা জানাল।
স্বশাসিত তাইওয়ানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার চীন এই মহড়া শুরু করে। মহড়ায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত ব্যবহার করেছে চীন।
চীনা সেনাবাহিনী আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, সামরিক মহড়া চলমান রয়েছে। এই মহড়ায় সাবমেরিনবিরোধী হামলার পাশাপাশি সামুদ্রিক অভিযানকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
তবে আজ ঠিক কোন এলাকায় সামরিক মহড়া চালানো হচ্ছে, তা সুনির্দিষ্ট করে বিবৃতিতে জানানো হয়নি। মহড়া কবে বা কখন শেষ হবে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
মহড়া চলাকালে কোনো এলাকাকে বেইজিং ‘বিপজ্জনক’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কি না, তা স্পষ্ট নয়।
বৃহস্পতিবার শুরু হওয়া মহড়া শেষ করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা চীনা সামরিক বাহিনীর কাছ থেকে আসেনি।
তাইওয়ান প্রণালির পাশাপাশি পীত সাগরে একটি নতুন মহড়া শুরু করেছে বেইজিং। মহড়াটি ১৫ আগস্ট পর্যন্ত চলতে পারে।