মালয়েশিয়ার প্রায় শত বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসনালিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহাথিরের সহকারী সুফি ইউসুফের উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, দুবারের সাবেক প্রধানমন্ত্রী সর্বশেষ জুলাই মাসে একটানা কাশির জন্য হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আবারও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সুফি ইউসুফ বলেন, ‘শ্বাসনালিতে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী কয়েক দিন ধরে তাঁর চিকিৎসা চলতে পারে।’ মাহাথির গত জুলাই মাসে ৯৯ বছর বয়স পূর্ণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার হৃদ্রোগের সমস্যায় ভুগেছেন এবং একাধিক বাইপাস সার্জারি করিয়েছেন। জুলাইয়ে সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াও তিনি এ বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে থেকেছেন। মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন।